Citizen’s Charter

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের অধনি কর কমিশণার (আপীল), কর আপীল অঞ্চল-১, ঢাকা ও ইহার অধীনস্থ আপীলাত অতিরিক্ত কর কমিশনার, আপীলাত রেঞ্জ-১/২, আপীলাত যুগ্ম কর কমিশনার, আপীলাত রেঞ্জ ৩/৪ সহ মোট ৫টি পৃথক ও স্বাধীন আপীল কর্তৃপক্ষ রয়েছে। প্রণীত করাদেশের বিরুদ্ধে করদাতারে উত্থাপিত আপত্তি সমূহ নিষ্পত্তিকরণ ও রাজস্ব আহরণে সহায়তা প্রদান।

ক্রঃ কাজের নাম/ প্রকৃত সেবাদানকারী কর্তৃপক্ষ/স্থান সংশ্লিষ্ট বিধি বিধান নির্ধারিত সময়সীমা
আপীল দায়ের কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল-১, ২য় ১২ তলা সরকারী ভবন(৫ম তলা), সেগুনবাগিচা,ঢাকা ও আপীলাত অতিরিক্ত/যুগ্ম কর কমিশনার, আপীলাত রেঞ্জ-১/২/৩/৪ ১৩৫ সেগুন বাগিচা, ঢাকা। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৫৩ অনুযায়ী করদাতা কর্তৃপক্ষ দাবীর নোটিশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ২০০ টাকা আপীল ফি ও ৭৪ ধারায় স্বীকৃত দায় পরিশোধ সাপেক্ষে আপীল দায়ের তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়।
আপীল মামলা নিস্পত্তি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৫৬ অনুযায়ী করদাতা ও সংশ্লিষ্ট উপকর কমিশনারকে শুনানীর সুযোগ প্রদান করিয়া আর্জি অনুযায়ী আপীল আদেশ প্রণয়ন। অথ© আইন ২০০৭ এর ১৫৬ ধারা অনুযায়ী যে মাসে আপীল দাখিল করা হবে সেই মাস শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়।
আপীল আদেশ করদাতাদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ ধারা ১৫৬ অনুযায়ী ৩০ দিনের মধ্যে ।
অবিকল নকল প্রদান (সার্টিফাইড কপি) প্রয়োজনীয় কোট© ফি ও কপিং ফি প্রদান পূব©ক আবেদন করতে হবে। সময় নির্ধারত নাই আবেদন প্রাপ্তির পর যথাসম্ভব দ্রুত করদাতা কিংবা তাহার বৈধ প্রতিনিধিকে প্রদান করা হয়।