কর আপীল অঞ্চল-১, ঢাকায় আপনাকে স্বাগতমঃ

আয়কর আপীল বিষয়ক সেবা সহজীকরণের লক্ষে এবং করদাতা ও কর আপীল কর্তৃপক্ষের মধ্যে ডিজিটাল সেতুবন্ধন রচনা করার লক্ষে এই ওয়েবসাইট নির্মিত হয়েছে। ওয়েবসাইটটিতে আপীল দায়েরের পদ্ধতিসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনী বিষয় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। একজন করদাতা খুব সহজেই ঘরে বসে আপীল দায়েরের প্রাথমিক ধারণা সাইটটিতে প্রবেশের মাধ্যমে পেতে পারেন।

আয়কর মামলা সমূহের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কর আপীল অঞ্চল হচ্ছে আপীল মামলা দায়ের প্রথম কর্তৃপক্ষ। উপকর কমিশনার, যুগ্ম কর কমিশনার এবং অতিরিক্ত কর কমিশনার প্রদত্ত কোন আদেশ/নির্দেশ দ্বারা করদাতা সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট আদেশ/নির্দেশের বিষয়ে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষে কর আপীল অঞ্চলে প্রথম আপীল দায়ের করতে পারেন। আপীল দায়েরের পর আইনে বিধৃত সময় সীমার মধ্যে আপীল মামলাটি নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময় সীমার মধ্যে আপীল নিষ্পত্তির ক্ষেত্রে কর আপীল অঞ্চল-১, ঢাকা সদা তৎপর। এ তৎপরতাকে আরো বেগবান করতে ওয়েবসাইটে বিভিন্ন তথ্যের সন্নিবেশ রয়েছে।

উন্নততর সেবার মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিত করাই এ কর আপীল অঞ্চলের অঙ্গীকার। স্বচ্ছতার সাথে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়ানুগ সিদ্ধান্ত প্রদানই আমাদের লক্ষ। আন্তজাতিক মান অর্জনে উন্নীত হওয়ার অব্যাহত প্রয়াস করদাতার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে, এ আমাদের আশাবাদ। আইনের ন্যায়ানুগ প্রয়োগ ও পারিপার্শ্বিক অবস্থা অনুধাবন পূর্বক করদাতার ন্যায্য করারোপণের ক্ষেত্রে কর আপীল অঞ্চল-১, ঢাকা বদ্ধপরিকর।

কর আপীল অঞ্চল-১, ঢাকা এর উপর ন্যাস্ত দায়িত্ব পালনে আপনার ঐকান্তিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

কর কমিশনার
কর আপীল অঞ্চল-১, ঢাকা